নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ্র ফুলবাড়ি, মারকইল, পাহাড়পুর গ্রামে গত ১৪ অক্টোবর স্থানীয় বিবাদমান দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন ও আলম নামে দুই সহোদরসহ অন্তত: ১৪ জন গুরুতর আহত হন। ওই সময় ভাংচুর ও হামলা করা হয় ১০/১২ বাড়িঘর। পরেরদিন ১৫ অক্টোবর দু’ভাই মিলন ও আলম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ভূক্তভোগি পরিবারের ব্যানারে ফুলবাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত মিলনের স্ত্রী সুমেরা খাতুন, আলমের স্ত্রী রেখা খাতুন, আলমের ছেলে সাদেক আলী, ইউপি সদস্য শাহজাহানসগহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ব্যাপারে নাচোল থানার পরিদর্শক(তদন্ত) নুরুল কাদির সৈকত বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা এবং বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় আরও ২টি সহ মোট ৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ৩টি মামলায় এ পর্যন্ত এক সন্দেহভাজন ও ৪ এজাহারনামীয় আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।