নাচোলে তামাকজাত দ্রব্য ও ধুমপান প্রতিরোধ আইন, বাল্যবিবাহ, নারী-শিশু পাচার প্রতিরোধ ও প্রাক-প্রাথমিকশিক্ষা বিষয়ক ৩দিনব্যাপী মতবিনিময় সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিসিডিপি এর ’র আয়োজনে এ সমাপনি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ দুপুরে ইলামিত্র গণপাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে সংস্থার নির্বাহী পরিচালক আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় সমন্বয়কারী সাইদুল বারীসহ অন্যান্যরা।