নাচোলে কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
নাচোলে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় রোপা আউশ ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভূমি) রাজিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদ চেযারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ কৃষিবিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা শেষে প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।