নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা
নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল জব্বার, সংরক্ষিত ইউপি সদস্য রেবিনা খাতুন, লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ এসিস্টেন্ট আজিজুর রহমান, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ প্রিয়াঙ্কা রানী, কামরুন নাহার, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আফিফা খাতুননহ অন্যরা। এসময় তারা কমিউনিটি ক্লিনিকের সমস্যার কথা জানান এর মধ্যে ক্লিনিকের বাউন্ডারি না থাকা, নিচু জায়গায় ভরাট করা ও পানির জন্য মটারের ব্যবস্থা করা। এসকল সমস্যা দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। সমন্বয় সভায় স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. বিউটি বেগম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি আশীষ কুমার চক্রবর্তী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। এসময় হাসপাতালের কিছু সমস্যা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের পরিদর্শন করা কিছু এজেন্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চিহ্নিত করে জমা দেন। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।