নাচোলে ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

51

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ইসমাইল হক অপু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল হোসেন, গোলাম কবির ও মনিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন চেয়ারম্যান সাদির আহমেদ মৃত্যুবরণ করায় পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি আরো বলেন, তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থীতা বাছাই, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফতেপুর ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৩৯৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৪৫ জন এবং নারী ভোটার ১১ হাজার ৯৫১ জন। মোট ভোট কেন্দ্র ১৩ টি।