চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা গেটের সামনে চায়ের স্টলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিভিন্ন দ্রব্য।
গত সোমবার গভীর রাত এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। দোকান মালিক নাচোল বাজারের মাইনুল ইসলাম (রজব) এর ছেলে মনিরুজ্জামান শুভ বলেন, সে অন্যান্য দিনের মতোই এদিন রাতে চা-এর স্টল বন্ধ করে বাড়ি যান।
গভীর রাতে বাজারের নাইট গার্ড উজ্জল দোকানে আগুন লাগার সংবাদ দিলে পরিবারের লোকজন নিয়ে দোকানে এসে অগ্নিকা-ের ঘটনা দেখতে পাই। বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যমুনা ফ্রিজ (২০ সিএফটি), রাউটার বক্স, কোমল পানীয়, মুদিখানার মালামাল, প্লাস্টিক চেয়ার, টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্সের কর্মকর্তা কিরন আলী জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারনে অগ্নিকা-ের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।