01713248557

নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন

নাচোলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সমশের আলী নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক রাইসুল গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সমশের নাচোল উপজেলার বেনিপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আহত রাইসুল রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। আজ বিকেল ৫টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন ও হাসপাতাল সূত্র জানান, আজ বিকেল ৫টার দিকে সমশের আলী ভেরেন্ডী বাজার থেকে তার নিজ অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজশাহীর দিক থেকে আসা রাইসুলের মোটর সাইকেলের সঙ্গে বেনিপুর মোড়ে বাঁক নেয়ার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ২জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাজশাহী যাবার পথে সমশের আলী মারা যান।