01713248557

নভেম্বরে রাত্রিযাপন ও ফেব্রুয়ারিতে গমন নিষিদ্ধ সেন্টমার্টিনে

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের আগমন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে দ্বীপটিতে নভেম্বরে রাত্রিযাপন বন্ধ এবং ফেব্রুয়ারিতে সেখানে যাওয়া নিষিদ্ধসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেন্টমার্টিনে পর্যটক যাওয়া-আসা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসে পর্যটকরা সেখানে যেতে পারবেন, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

তিনি বলেন, পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সিঙ্গেল প্লাস্টিক (একবার ব্যবহারযোগ্য) সেন্টমার্টিনে নিয়ে যাওয়া স্থায়ীভাবে বন্ধ করা হবে। দিনে ২ হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যটকরা যখন যাবেন, তখন নাম্বারিং করা হবে।