নতুন স্টেডিয়ামে শেষ হয়েছে ভলিবল প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফাইনালে উঠে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় বনাম হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়। ২-১ সেটে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসশয় আরো উপস্থিত ছিলেন— যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হামিদুর রহমান, সাঁতার ফেডারেশনের কাউন্সিলর মো. খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বুদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজনসহ অন্যরা। খেলা ও আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।