01713248557

sm@radiomahananda.fm

LIVE

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমদিন অফিসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান।
তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই নতুন এই শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে।’
তিনি বলেন, যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাবো। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে। তবে শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়তে পারে; এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল ২০২১ সালে। এতদিন ধরে মাঠপর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে গবেষণার তথ্য তৈরি হয়েছে। পাঠ্যক্রম উন্নত করতেই হবে।
তিনি বলেন, ‘আগেরটাতে ফিরে যাবো ধাপে ধাপে। এমনভাবে যাবো যেনো ডিসকন্টিনিউটি না হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি সৃষ্টি না হয়। তবে কিভাবে যাবো সেটি একটি ফর্মুলার বিষয়। বিষয়টি জটিল।’
শিক্ষায় বেহাল অবস্থা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইবো সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যেনো আসে। এখানে এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে।’