নতুন ছবিতে ববি

1171

চিত্রনায়িকা ববি অভিনীত কোনো ছবি এবারের ঈদে ছিল না। তবে তার অভিনয়ে ও প্রযোজনায় ‘বিজলী’ ছবি নিয়ে তিনি শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন। বর্তমানে ভারতে এ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেই ভারতে চলে গেছেন ববি। যাওয়ার আগে গত সোমবার ববি বলেন, ‘বিজলি’ ছবির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ ভারতে চলছে। ভিএফএক্সের কাজের জন্য ছবির কাজ শেষ হতে সময় লাগছে। আর অল্প কিছুদিনের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশা করছি। মূলত এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি আমি। এক কথায় আমি এ ছবির সকল কাজের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত। সব সময়ই পরিচালকের পাশাপাশি আমাকে থাকতে হচ্ছে। আর ঢাকা ফিরেই নতুন একটি ছবির ঘোষণা দিতে চাই। নতুন এ ছবির কাজ চলতি মাসের শেষদিকে শুরু হবে। ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। আর ছবিতে ববির বিপরীতে প্রথমবার দেখা যাবে ভারতীয় মডেল ও অভিনেতা রণবীরকে। এদিকে ভারতের বড় একটি প্রোডাকশন হাউজ থেকে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন ববি। খুব শিগগিরই এ ছবিরও খবর দেবেন বলে জানিয়েছেন। ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের সরকারি অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী।