01713248557

দেশের ১১ জেলার বন্যায় মৃত্যু ১৩, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ


ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ মানুষ। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার। আজ সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এ তথ্য জানান। তিনি আরও বলেন, বন্যায় ১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ জন আশ্রয় নিয়েছে। বন্যায় দেশের ইউনিয়ন-পৌরসভা ৫৮৪টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।