01713248557

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়

দেশের সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়। তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে। নিয়াজ ১৫ বছর ৫ মাসে আইএম হয়েছিলেন। মনন রেজা নীড় আইএম হলেন ১৪ বছর ৩ মাসে। শুক্রবার হাঙ্গেরিতে চলমান গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় ৮ খেলায় ৬ পয়েন্ট পাওয়ার পর মননের তৃতীয় নর্ম হয়। তাতেই তিনি ফিদে মাস্টার থেকে হয়ে যান আন্তর্জাতিক মাস্টার। নীড় অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছেন। মননকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়ালো পাঁচ। বাকি চারজন হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।