দেব-ইধিকা সেবক কালীবাড়িতে পূজা দিলেন
‘রঘু ডাকাত’ চলচ্চিত্রের প্রচারে রাজ্য সফরে শনিবার শিলিগুড়িতে পৌঁছান দেব ও ইধিকা। সেখানে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দেন তারা। পূজায় মুক্তি পাচ্ছে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার ছবি ‘রঘু ডাকাত’। এরই মধ্যে এই ছবির প্রচার শুরু হয়ে গেছে জোর কদমে। রাজ্য সফর করছে টিম ‘রঘু ডাকাত’। শনিবার মালদায় ছবির প্রচার শেষে টিম ‘রঘু ডাকাত’ পৌঁছে যায় শিলিগুড়িতে। আর এখানে সেবক কালীবাড়িতে পূজা দিলেন দেব-ইধিকা, সোহিনী সরকারসহ ছবির অন্য কলাকুশলীরা।দেব, ইধিকা ও ওম সাহানির পরনে কালো পোশাক আর সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি, সঙ্গে কালো ব্লাউজ। ইধিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘু ডাকাত ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব। নিলেন পূজার ফুল, কপালে সিঁদুরের তিলকও পরেন দেব। তাকে মন্দিরের পুরোহিত উত্তরীয় পরিয়ে দেন। ভিডিওতে দেখা গেছে দেব তার হাতে হলুদ সুতা বাঁধছেন। খাদান ছবির সময়ও দেব ও ইধিকাকে নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে দেখা যায়। এমন কী, ধূমকেতু ছবির মুক্তির আগের দিনও শুভশ্রীর সঙ্গে দেব একসঙ্গে পূজা দেন বড়মার কাছে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং যাওয়ার পথেই পড়ে এই সেবকেশ্বরী কালী মন্দির, যা সেবক কালীবাড়ি নামে পরিচিত। সেখানেই পূজা দিয়ে দার্জিলিংয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেয় টিম রঘু ডাকাত।