তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বুধবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি। এসময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসাণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা। এবারের মেলায় আম, কাঁঠালসহ দেশীয় বিভন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের বৃক্ষের চারা, নতুন নতুন কৃষিপ্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি, আমজাত পণ্য, মধুসহ কৃষি বিষয়ক বিভিন্ন পণ্য উপস্থাপন করা হচ্ছে। আগামী শুক্রবার শেষ হবে এই মেলা।