তানোরে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

রাজশাহীর তানোর উপজেলার হাটদহ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- একই উপজেলার গাকরন্দ্র গ্রামের আবছার আলীর ছেলে রবিউল ইসলাম ও রায়তানবর্ষ এলাকার মোহাম্মদ নওশাদের ছেলে রুবেল আলী। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলসহ তাদের দেহ তল্লাশী করে মোট ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ও ৬০ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় তানোর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।