তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা
গল টেস্টে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়ে ২১১ রানের লিড তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একাই লড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নিয়েছেন ৫ উইকেট। দিনের শুরুতে ২ উইকেটে ২৯০ রানে খেলা শুরু করে শ্রীলঙ্কা।
তবে আজ দুই সেশনে ৩৮.৫ ওভারে ১৬৮ রান তুলতেই গুটিয়ে যায় দলটি। এই সময়ে হারায় বাকি ৮ উইকেট।
ম্যাচের মোড় ঘুরে যায় ১১৭তম ওভারের শুরুতে। সেই সময় ইনিংসের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটার কুশল মেন্ডিস রান আউট হয়ে ফিরে যান।
৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, মাত্র ৮৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।
ওই ওভারেই আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন তাইজুল ইসলাম। শর্ট বল খেলতে গিয়ে মিড-অন অঞ্চলে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন আসিথা ফার্নান্ডো। এই উইকেটটি নিয়েই ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল।
যা দেশের বাইরে তার পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৭তম ফাইফার।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে ২১১ রানের বিশাল লিড পেয়ে যায় তারা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ২৪৭ রান। ২১১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।