ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ

ঢাকায় ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’ এই প্রীতি সমাবেশের আয়োজন করে। আজ সকাল ৯ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (কাকরাইল, ঢাকা) এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল ড. আমিনুল করিম রুমি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক সাদিক কাইউম, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি লতিফুর রহমান, রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী দেলওয়ার হোসেন।
পরে জুলাই-আগস্ট আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের নিহত শহিদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক উপহার ও কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।