01713248557

ড. ইউনূসকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ। গত ১৫ আগস্ট লেখা ওই চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

আগামী দিনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কাজগুলোতে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রে আপনার পূর্ণ সাফল্য কামনা করছি।
ডিক স্কোফ বলেন, আমাদের দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে এবং আমাদের সহযোগিতা আরও গভীর করার জন্য আগ্রহী।

উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।