01713248557

ডেঙ্গুতে একদিনে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হতে শুরু করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। তাদের মধ্যে আজ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪ জন। অন্যদিকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, আজ আক্রান্ত হয়েছে ২ জন এবং আগের ভর্তি হওয়া ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৩ জন রোগী। তিনি বলেন- কয়েকদিন থেকে গড়ে ২-৩ জন রোগী ভর্তি থাকছেন। এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, এই মুহূর্তে শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও শুধু ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।