01713248557

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রাজিতপুর টাওয়ারপাড়ায় অভিযান চালানো হয়। এসময় মো. লালচাঁন আলী (৩৪) ও উত্তর উজিরপুর এলাকার মো. নাইমুল হক (৫৮)’র বাড়ি হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় টাওয়ারপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. লালচাঁন আলী ও উত্তর উজিরপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো. নাইমুল হককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ইলিয়াস হোসেন তালুকদার।