ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করল সোনার বাংলা সার্কাস
দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোনার বাংলা সার্কাস প্রকাশ করেছে তাদের নতুন ডাবল অ্যালবাম। ‘মহাশ্মশান’ শিরোনামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে রয়েছে মোট ১৭টি গান। দুটি সিডিতে বিভক্ত অ্যালবামটির প্রথম অংশ ‘মহাশ্মশান ১’-এ রয়েছে ৯টি গান এবং দ্বিতীয় অংশ ‘মহাশ্মশান ২’-এ রয়েছে ৮টি গান। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশ করা হয়। একই সঙ্গে স্পটিফাইসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও অ্যালবামটি উন্মুক্ত করা হয়েছে। অ্যালবামটির গল্প ও ভাবনা প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন,“আমাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এ ‘এপিটাফ’ গানের মধ্য দিয়ে একটি চরিত্রের মৃত্যু দেখানো হয়েছিল। ‘মহাশ্মশান’ সেই চরিত্রের পুনরুত্থানের গল্প। এবার তার নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, তবে তার পুনর্জন্মের সম্ভাবনা রয়েছে ভবিষ্যৎ অ্যালবামে। দ্রোহ এখানে মানুষের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে। মানুষের প্রতি প্রতিশোধের এই গল্প পুরোপুরি বুঝতে হলে একটানা ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি শুনতে হবে।
২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানগুলোর মাধ্যমে অল্প সময়েই তরুণ শ্রোতাদের মধ্যে আলাদা পরিচিতি গড়ে তোলে ব্যান্ডটি। ইতিমধ্যে দেশে ও বিদেশে ২০০টির বেশি কনসার্টে পারফর্ম করেছে তারা। এ ছাড়া ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শিরোনামে একক কনসার্টও আয়োজন করে ব্যান্ডটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই মাস পর নতুন অ্যালবামকে কেন্দ্র করে ‘মহাশ্মশান যাত্রা’ শিরোনামে একক কনসার্ট শুরু করবে সোনার বাংলা সার্কাস। সেখানে নতুন অ্যালবামের সব গানের লাইভ পরিবেশনা উপভোগ করবেন দর্শকরা।বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন—প্রবর রিপন (ভোকাল ও গিটার), শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (ড্রামস)।