টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয় বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। নেপালের মুলাপানিতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেটে ১২৬ রানে। রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। এছাড়া নানাপাথ ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে ৩০ রান করেন। তবে অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। তিনি ২৫ রানে নেন ৩টি উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। এর আগে ব্যাট হাতে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জোয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। শুরুতেই দিলারা আক্তার শূন্য রানে এবং শারমিন আক্তার ৯ বলে ১১ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন এই দুজন। জোয়াইরিয়া ৪৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা খেলেন ৪২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানের ঝকঝকে ইনিংস। এরপর দ্রুত ২১ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা ছন্দপতন হলেও শেষদিকে রিতু মনি ৬ বলে ১৫ রান করে দলের স্কোর ১৬৫-এ নিয়ে যান। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুটোয়ং নেন ৩টি উইকেট।