টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ দিন ছুটি থাকবে। ছুটির শুরুতে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজ। সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১৪ দিন ছুটি থাকছে। আজ এ তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শুরু হবে পূজার উৎসব। ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর ল²ীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-কলেজের শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী ল²ীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।