ঝিলিমে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফিল্টিপাড়ায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গ্রামের প্রায় ৪০ জন নারী অংশ নেন। জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় বিকেলে এ উঠান বৈঠকের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা। বাল্যবিয়ে কুফল ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বৈঠকে বক্তব্য দেন- বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, গ্রাম্য নারী কল্পনা মুরমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান। সহযোগিতা করেন বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু জান্নাতুন ফেরদৌস, ইশতিয়াক আহমেদ পিয়াস, উৎস আসেফ।