জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৬-০ গোলে গোমস্তাপুরের জয়

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ছিল গোমস্তাপুর বনাম ভোলাহাট উপজেলা দলের খেলা। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া খেলায় ৬Í০ গোলে বড় জয় পেয়েছে গোমস্তাপুর উপজেলা দল। গোল ৬টির মধ্যে ২২ নম্বর জার্সি পরিহিত গোমস্তাপুর উপজেলা দলের রেজওয়ান ১টি, ১২ নম্বর জার্সি পরিহিত মসিউর ১টি, ২৩ নম্বর জার্সি পরিহিত আল আমিন ১টি, ১৪ নম্বর জাসি পরিহিত মেহেদি ১ টি, ২১ নম্বর জার্সি পরিহিত তুহীন ১টি ও ৮ নম্বর জার্সি পরিহিত বক্কর ১টি গোল করে বিজয় ছিনিয়ে মাঠ ছাড়েন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন স্টেডিয়ামে এই খেলা চলছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।