01713248557

জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পরিচালক


চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) পারভেজ রায়হান। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তাঁর কার্যালয়ে বিভাগীয় পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, পরিষদের সদস্য আব্দুল জলিলসহ অন্য সদস্য ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।