চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির একজন মৃত সদস্যের নমিনিকে অনুদান, ৩ জন মৃত সদস্যের নমিনিকে জমাকৃত অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে অনুদান, জমাকৃত অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আজ শাহনেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন চেক ও সম্মাননা স্মারক তুলে দেন। সমিতির সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যমুনা ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার এসিইও আশিফ আদনান, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম।