জেলায় যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

97

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপন করা হয়েছে।  আজ সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও স্মৃতিচারণ, মসজিদে মসজিদে বাদ জুম্মা কোরআন খতম ও দোয়া মাহফিল, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা, গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জন্মবার্ষিকী উদ্্যাপন করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন এসব কর্মসূচি পালন করে।

আলোচনা সভায় বক্তারা বলেনÑ ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সংস্কৃতিমনা, তারুণ্যের প্রতীক। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

 চাঁপাইনবাবগঞ্জে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনসহ অন্যরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় উপস্থিত ছিলেনÑ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ অন্যরা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন গৃহীত অন্যান্য কর্মসূচিও পালন করা হয়।
বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
আজ বিকাল ৪টায় আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচটিতে অংশ নেয় সদর উপজেলা একাদশ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা একাদশ। প্রীতি ফুটবলের উদ্বোধন করেন সহকারী কমিশনার আহমেদ জুবায়ের জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য সালামত হোসেন, সদস্য হুমায়ন কবির লুকু, সদস্য শেখ ফরিদ সায়েমসহ অন্যরা। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়।
শিবগঞ্জ : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুমার নামাজ শেষে শেখ কামালের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর প্রতিনিধি : গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির পাশপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এতে বক্তব্য দেনÑ সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, রহনপুর পৌরসভার মেয়র আলহাজ মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমাস আলি সরকার।
নাচোল প্রতিনিধি : নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। আরো বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নঈম।
ভোলাহাট : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমসহ অন্যরা।