জেলায় বিষ্ফোরক মামলার পলাতক আসামী আটক

445

সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার পলাতক আসামী কবির হোসেন ওরফে বোমা কবিরকে আটক করেছে পুলিশ। আটক কবির ওই গ্রামের তফজুল হক ওরফে মাটিলার ছেলে। সদর থানার ওসি-তদন্ত চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাগডাঙ্গা পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে বোমা কবিরকে গ্রেপ্তার করা হয়। আটক কবির সন্ত্রাসীদের নিকট বোমা তৈরী করে সরবরাহ করেন এবং তাঁর বিরুদ্ধে ফেনসিডিলসহ একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কবির বোমা মানিক নামে আরেক বোমা তৈরীর কারিগরের বাড়িতে বোমা তৈরিকালে বিস্ফোরণে হাতে গুরুতর জখম হয়। কবিরকে শনিবার চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।