01713248557

জেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে, জেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও সিনিয়র সাংবাদিক শামসুল হক টুকু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ সদর নেসকো এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সেলিম রেজা এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীবৃন্দ। এসময় সভায় উপস্থিত বক্তারা-সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির সভাপতির সমাপনি বক্তব্যে বলেন, ভালো কোনো জায়গায় পৌঁছাতে গেলে আগে নিজের কাছেই নিজেকে প্রতিজ্ঞা করতে হবে। জন্ম হোক যথা-তথা কর্ম হোক ভালো। অন্যান্য পেশা থাকবে, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেখক এবং সাংবাদিক। আমি চাই আমার ছাত্র-ছাত্রীরা একজন ভালো মানুষ হবে। ভালো মা হবে, ভালো বোন হবে, ভালো ভাবী হবে, ভালো শাশুড়ী হবে, ভালো ননদ হবে। তিনি আরও বলেন, আজকের এই জাতীয় কন্যাশিশু দিবসে সবার কাছে প্রত্যাশা, বড়দের সম্মান ও শ্রদ্ধা করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। আমাদেও নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। আমি নারী বলে কখনও হীনমৌনতায় ভুগবোনা। আমি মানুষ, একজন পুরুষের যে অধিকার আছে, আমারও সেই অধিকার আছে এইটা ভেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কম্পিটিশন করে পুরুষকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। নিজ বাবা-মায়ের, নিজ গ্রামের, নিজ প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে হবে। নিজেতে এবং নিজের প্রতিভাকে বিকশিত করে দেশের ভবিষ্যত উজ্জ্বল করার মনোভাব নিজের মধ্যে জাগ্রত করতে হবে।
উল্লেখ্য, সভার শুরুতেই কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরে শিক্ষার্থীরা জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে তাদের নিজ নিজ ভাবনা তুলে ধরেন।