জেনেভা ক্লে কোর্টের শিরোপা ওয়ারিঙ্কার

467

জার্মান অবাছাই মিশা জেভরেভকে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে জেনেভা ক্লে কোর্টের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই স্ট্যান ওয়ারিঙ্কা। এটি এবারের মৌসুমে ৩২ বছর বয়সী এই সুইস তারকার প্রথম শিরোপা।  ফ্রেঞ্চ ওপেনের আগে ক্লে কোর্টের এই শিরোপা নিশ্চিতভাবেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড়কে কিছুটা হলেও এগিয়ে রাখবে। সোমবার থেকে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে স্লোভাক জোজেফ কোভালিকের বিপক্ষে কোর্টে নামবেন ২০১৫ সালের বিজয়ী ওয়ারিঙ্কা। ম্যাচ শেষে ওয়ারিঙ্কা বলেছেন, সুইজারল্যান্ডের দ্বিতীয় শিরোপা জিততে পেরে আমি দারুণ খুশী। এটা আমার কাছে অনেক কিছু। এই প্রথমবারের মত শিরোপা জেতার সময় স্টেডিয়ামে আমার মেয়ে উপস্থিত ছিল। এ কারণেই এই শিরোপাটা আরো বেশি আনন্দের।