01713248557

জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন

জার্মানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড’র একটি প্রতিনিধি দল আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে সিটি লেভেল স্টেকহোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রকল্পের উদ্দেশ্য ও সুযোগবিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোখলেছুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত সভায় জিআইজেড’র প্রতিনিধি দলে ছিলেন, মিস জেসমিন রেমলিঞ্জার, মি. টারা, টিম স্টেইনার ও মেহেদী হাসান।

সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার, পৌর নির্বাহী কর্মকতা মামুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টিএলসিসি’র দরিদ্র প্রতিনিধির সদস্য মুনিরা বেগমসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, টিএলসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পৌরসভার কর্মকা- উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, জার্মান সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিবেশ সহনশীল অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রতিনিধি দলটি পৌরসভার প্রডাকশন ডিপ টিউবওয়েল এবং রেলবাগান বস্তি পরিদর্শন করেন।