ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ হতে ২০২০ সাল পর্যন্ত ৮৫জন কৃতি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। এবারে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২০ পাচ্ছেন যারা মোট ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্ব। পুরস্কার প্রাপ্ত প্রত্যেকে পাচ্ছেন, ১টি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, ১ লাখ টাকার চেক এবং সম্মাননাপত্র। আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ৯ টায় এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।