জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে আগামী ২২-২৮ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকতা সাহিদা আখতার, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের প্রভাষক সাহেব আলীসহ অন্যরা। সভায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সকলের সহযোগিতা কমনা করা হয় এবং ৭দিনব্যাপী কর্মসূচির কার্যক্রম চূড়ান্ত করা হয়। মৎস্য সপ্তাহের এবারের “প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।
সপ্তাহব্যাপী কার্যক্রমের ১ম দিন ২২ জুলাই সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফেস্টুন সহ র‌্যালী হবে। র‌্যালী শেষে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ে মৎস্য চাষে সফল চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রধান করা হবে।
২য় দিন সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্যচাষি, জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জেলা ও উপজেলার মৎস্য সম্পদেও স্থায়ীত্বশীল এবং সর্বত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা হবে।
৩য় দিন সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ মর্ডাণ মাছ বাজারে মৎস্য বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শিত হবে।
৪র্থ দিন সকাল ১০টায় সদর উপজেলার কালুপুর গ্রামের পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুন পরিক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৫ম দিন সকাল ১০টায় মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও জেলা সুইমিংপুলে মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা হবে।
৬ষ্ঠ দিন সকাল ১০টায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা হবে।
এবং ৭ম দিন বিকেল সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও শেষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হবে।