জাতীয় মৎস্য সপ্তাহে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শতাধিক জেলের মধ্যে থেকে ৩৩ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শিবতলা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩ জনকে পুরস্কারের জন্য বাছাই করা হয়। মৎস্য সপ্তাহের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে তাদেরকে পুরস্কার দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুনসহ জেলা ও সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। জেলা মৎস্য দপ্তর এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।