জরিমানার কবলে শ্রীলংকা ক্রিকেট দল
গত শুক্রবার হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিবৃতিতে বলা হয়, আইসিসির আচরণবিধির ২ দশমিক ২২ ধারা ভঙ্গের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। লংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।