01713248557

জয়ের জন্য শাকিবের বার্তা

ঢালিউড কিং শাকিব খান। ব্যক্তিগত জীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান আব্রাম খান জয়। পুত্রকে জনসম্মুখে আনার পরই খুদে তারকায় পরিণত হয় জয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয় ৮ বছর পূর্ণ করলো। বিশেষ দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এবার পুত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ বার্তা দিলেন শাকিব খান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট শাকিব খান। ক্যাপশনে ‘তুফান’খ্যাত এ নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তোমার প্রয়োজন পড়বে, তখনই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি পাপা।’ ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ। পরবর্তীতে আলাদা হয়ে যান তারা।