<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> জননিরাপত্তা বিভাগে 'দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল' গঠন - Radio Mahananda

জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন

বাংলাদেশে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব হারুন-অর-রশিদ সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন। আজ সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’-এ জরুরি যোগাযোগের জন্য ৬টি টেলিফোন নম্বর ও 2টি মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে। সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ প্রাপ্ত তথ্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সার্বক্ষণিক ফলোআপ করবে।