ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিন,ধারালো অস্ত্রসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ধারালো অস্ত্রসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগের মো. আক্তার আলীর ছেলে মো. এনামুল হক এনা (৪৬), মাঝপাড়ার মৃত কাওসারের ছেলে মো. রুবেল (৩৮) ও শান্তির মোড় এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. আওয়াল (৪০)। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়া মহল্লার মো. রবিউল হক (৩৫) নামের এক ব্যক্তি ঢাকাতে টেক্সটাইল মিলে সুতার ব্যবসা করেন। তিনি গত ১৩ জানুয়ারি রাত ১১টায় ঢাকা হতে সপরিবারে চাঁপাইনবাবগঞ্জে এসে ভোর সাড়ে ৪টায় জেলাশহরের বিশ্বরোড মোড়ে বাস হতে নেমে অটোরিকশা নিয়ে স্ত্রী ও মেয়েসহ বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। পথে পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন আরামবাগ মাদ্রাসার সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি ধারালো হাঁসুয়া, বটি, ইট ও বাঁশ নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে এবং ধারালো অস্ত্রের আঘাত করে তাদের কাছে থাকা একটি ১১-প্রো মডেলের আইফোন ও একটি ১৩ মডেলের আইফোন, একটি ইমিটেশনের চেইন, একটি ডায়মন্ডের রিং, একটি ভ্যানেটি ব্যাগ ও কালো রঙের একটি কাপড়ের ব্যাগ (যার মধ্যে বাদীর ব্যবহৃত কাপড়) আটটি ব্যাংকের চেকবই, ব্যাংক ভিসা কার্ড ৮টি, এইচএসবিসি ব্যাংকের ক্রেডিট কার্ড ১টি, প্রায়োরিটি পাসকার্ড ২টি, মেটলাইফ ইন্স্যুরেন্স কার্ড ১টিসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র ও মানিব্যাগে রাখা নগদ ১২ হাজার টাকা এবং একটি মেটালের কালো কালারের কার্ড হোল্ডার জোরপূর্বক ছিনিয়ে নেয়। ওয়াসিম ফিরোজ আরো জানান, এ ঘটনায় মো. রবিউল হক বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৫, তাং-১৭/০১/২০২৬ খ্রি. ধারা-৩৯৪ পেনাল কোড। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহিদ হাসানসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. এনামুল হক এনা, মো. রুবেল ও মো. আওয়ালকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া নিম্নবর্নিত মালামাল উদ্ধার করেন তদন্তকারী কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি ১১-প্রো মডেলের আইফোন, একটি ইমিটেশনের চেইন, একটি ভ্যানেটি ব্যাগ, ব্যবহৃত একটি পাঞ্জাবিসহ অন্যান্য কাপড়, আটটি ব্যাংকের চেকবই (দুবাই ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এমিরেটস এনবিডি ব্যাংক), ব্যাংক ভিসা কার্ড ৮টি (ব্রাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এমিরেটস এনবিডি ব্যাংক, মাসরিক ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক), এইচএসবিসি ব্যাংকের ক্রেডিট কার্ড ১টি, প্রায়োরিটি পাসকার্ড ২টি, মেটলাইফ ইন্স্যুরেন্স কার্ড ১টি, ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাঁসুয়া ও একটি বটি।