রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ছন্দ না থাকায় হতাশ কোহলি

আইপিএলের দশম আসরে ছন্দে নেই গতবারের রানার্সআপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। সবশেষ রোববারের (১৬ এপ্রিল) ম্যাচে ঘরের মাঠেই পুনের কাছে হারের লজ্জায় ডোবে। দলের এমন পারফরম্যান্সে হতাশ অধিনায়ক বিরাট কোহলি।হোম ভেন্যুতে ১৬২ রানের সহজ লক্ষ্যে নেমেও ২৭ রানে হারের স্বাদ পায় বেঙ্গালুরু। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফেরে রাইজিং পুনে সুপারজায়ান্ট।‘জয়ের ফর্মুলা’ খুঁজে বের করার বিকল্প দেখছেন না ইনজুরির কারণে প্রথম তিনটি ম্যাচ মিস করা কোহলি। এভাবে খেলতে থাকলে জয় প্রত্যাশা করা যাবে না বলেও মনে করেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস, ‘আমরা যদি এভাবে খেলি জয় আশা করতে পারি না। চোখের সামনে আমরা ম্যাচ হাতছাড়া করেছি।’কোহলি তার টিমমেটদের এটিও স্মরণ করিয়ে দিয়েছেন যে, ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে, ‘গত বছর কোয়ালিফাই হওয়ার জন্য চার ম্যাচের চারটিতেই জিততে হয়েছিল। কিন্তু, সবসময়ই এমনটি হবে না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি, অনেক মানুষের সামনে খেলছি। আমরা এভাবে পারফর্ম করতে পারি না। যাই হোক, আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং খেলোয়াড়রা সবাই দায়িত্ব নিতে পারবে।’-যোগ করেন কোহলি।আট দলের পয়েন্ট টেবিলে মাত্র ২ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে কোহলির বেঙ্গালুরু। দুই জয়ে ৪ পয়েন্টে ছয়ে পুনে। শীর্ষস্থানধারী মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ পাঁচ ম্যাচে ৮ (৪ জয় ও ১ হার)।