চুমু খেলেন সালমান ইমরান হাশমিকে

32

সম্প্রতি ‘টাইগার ৩’-এর সাফল্যের জোয়ারে ভাসছেন বালউড সুপারস্টার সালমান খান, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিসহ সিনেমাটির পুরো টিম। গত শুক্রবার ১৭ নভেম্বর মুম্বাইতে একটি প্রেস ইভেন্টে অংশ নিয়েছিলেন তারা। আর সেখানেই ইমরান হাশমিকে চুমু খেলেন ভাইজান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘টাইগার ৩’ সিনেমা। এ উপলক্ষে শুক্রবার একটি প্রেস ইভেন্টে অংশ নিয়েছিলো সিনেমাটির পুরো টিম। এ দিন বলিউডের তিন তারকাই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তাদের সিনেমার প্রতি ভালোবাসা জানানোর জন্য। তবে এসময় সালমান খান ঘটালেন এক মজার কান্ড। মজা করে ইমরানকে চুমু খান সালমান, আর আর সে কান্ড দেখে উপস্থিত দর্শকরা ফেটে পড়েন হাসিতে। এই সিনেমায় ক্যাটরিনাও রয়েছে। তাই একটু রোমান্স তো করাই যায়’। ইমরানের দিকে তাকিয়ে বলেছেন, ‘যদি ইমরান আতিসের রোলে না থাকত, তাহলে এটা তো হয়েই যেত’। রবিবার ১২ নভেম্বর দীপাবলির দিন ‘টাইগার ৩’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে বেশ ভালোই ব্যবসা করছে বক্স অফিসে। সচনিল্কের রিপোর্ট অনুসারে, ষষ্ঠ দিন অর্থাৎ শুক্রবার অ্যাকশনে ভরপুর এই সিনেমা মাত্র ১৩ কোটি টাকা আয় করেছে। এই ছয় দিনে সিনেমাটি মোট ২০০.৬৫ কোটি টাকা আয় করল। ছয় দিনেই সালমান খান অভিনীত এই সিনেমা দুশো কোটির ক্লাবে প্রবেশ করেছে।