<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> চীনা বিমান ৩৭টি শনাক্ত তাইওয়ানের কাছে - Radio Mahananda

চীনা বিমান ৩৭টি শনাক্ত তাইওয়ানের কাছে

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে ৩৭টি চীনা যুদ্ধবিমান, ড্রোন ও অন্যান্য বিমান শনাক্ত করার কথা জানিয়েছে। একই সময় বেইজিং দীর্ঘ-পথের প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ৯টায় চীনা বিমানগুলো শনাক্ত করা হয় এবং এর মধ্যে ৩৫টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হয়। তাইওয়ানের সামরিক বাহিনী এ পরিস্থিতিতে বিমান, নৌবাহিনীর জাহাজ ও স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। চীন গত কয়েক বছরে তাইওয়ানের আশপাশে সামরিক কার্যক্রম বাড়িয়েছে এবং তাইওয়ানের ওপর সার্বভৌমত্বের দাবি মেনে নিতে তাইপেইকে চাপ দিচ্ছে। সর্বশেষ এই মহড়াটির এক দিন আগে তাইওয়ান জানিয়েছিল, তারা দ্বীপটির চারপাশে চীনা সামরিক বাহিনীর ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ শনাক্ত করেছে, যাতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, আগের ২৪ ঘণ্টায় স্থানীয় সময় রবিবার ভোর ৬টা পর্যন্ত তাইওয়ান ২৭টি চীনা বিমান এবং ছয়টি যুদ্ধজাহাজের উপস্থিতি শনাক্ত করেছে। চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং এই গণতান্ত্রিক দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি। গত মাসে বেইজিং তাইওয়ানের আশপাশে বৃহৎ পরিসরে সামরিক মহড়া চালায়, যা তাইপেই ও তাদের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রের কাছে নিন্দিত হয়েছিল। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে চীনের সামরিক বাহিনী দীর্ঘ-পথের প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করে এবং একই সময়ে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করে বলে মন্ত্রণালয় জানিয়েছিল।