01713248557

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক ব্যাক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাবের অভিযানে ১টি ওয়ানশ্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ মো জালাল নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। র‌্যাব জানায়, গতরাত সোয়া ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখোরআলী গ্রামে বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট খাটাল এলাকায় অভিযান চালিয়ে জালালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা থেকে এক ব্যাক্তি অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করতে পারে মর্মে গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা দল ওই এলাকায় তৎপরতা বাড়ায়। এরপর প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহজনক ব্যাক্তিদের উপর নজরদারি চালিয়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।