চাঁপাইনবাবঞ্জের জহুরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৬টি ভারতীয় মহিষ আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে বিজিবির অভিযানে অবেধ ও চোরাচালানকৃত ৬টি ভারতীয় মহিষ আটক হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার নারায়ানপুর ইউনিয়নের দেবিপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ভারতীয় মহিষগুলো আটক করে বিজিবি। ৫৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। সীমান্তে বিজিবি কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।