চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আঁধারে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়  রাতের আঁধারে  উত্তরবঙ্গে চলমান শৈত্য প্রবাহের মাঝে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছে বিজিবি। গত রবিবার(১১ জানুয়ারী) রাতে  সীমান্তবাসীদের বাড়ি বাড়ি গিয়ে  শীতার্তদের  মাঝে কম্বলগুলো তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শীতে দূর্দশাগ্রস্থ ছিন্নমুল সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হঠাৎ দ্বারে দ্বারে কম্বল হাতে পেয়ে অভিভূত হন । তাঁরা এমন উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার  বিকাল ৪টায় অধিনায়ক  গোলাম কিবরিয়া বলেন,গত ১০ জানয়ারী শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৩০০ কম্বল বিতরণের পর গত রোববার দিবাগত রাতে  সীমান্তে  নিজস্ব উদ্যেগে আরও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। তিনি  সমাজের সামর্থ্যবানদের প্রতিও জনজীবন  স্থবির হওয়া শীত মোকাবেলায় এগিয়ে আসার আহব্বান জানান। কম্বল বিতরণকালে বিভিন্ন পদমর্য়াদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।