চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শেষ হয়েছে।
মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সিনিয়র গ্রুপে প্রথম নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, প্রজেক্টে সিনিয়র গ্রুপে নবাবগঞ্জ সরকারি কলেজ ও জুনিয়র গ্রুপে প্রজেক্ট অলিম্পিয়াডে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ গ্রুপে প্রথম হয় চয়েস সায়েন্স ক্লাব। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এবারের মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিয়েছেন।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
দুই দিনব্যাপি এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নিচ্ছে।