চাঁপাইনবাবগঞ্জ টাউন হাইস্কুলের ছাদ থেকে ক*কটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে ১৫ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় অবস্থিত টাউন হাইস্কুলের (নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়) পুরাতন দোতলা ভবনের ছাদ হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে গত ৮ ডিসেম্বর থেকে ৫দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে ৯টি ককটেল উদ্ধারের ঘটনা ঘটল। মাত্র ১ দিন আগে গত ১০ ডিসেম্বর জেলা নির্বাচন অফিসের বাউন্ডারির ভেতর থেকে ২টি ও এর আগে গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ভবনের সামনের ফুল বাগানের পাশের ড্রেন থেকে ৪টি ককটেল উদ্ধার হয়। পৌর কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন অফিসারের দেয়া খবরে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, আজ বিকাল ৪টার দিকে গোপন সূত্রে খবর পাবার পর সদর থানা পুলিশের একটি দল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে টাউন হাইস্কুলের পুরাতন ভবনের ছাদ হতে দুটি লাল ও একটি কাল স্কচটেপ মোড়ানো ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার দলের নেতৃত্ব দেয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির আহমেদ বলেন, উদ্ধারের সময় ভবনটির ছাদ তালা দেয়া ছিল। তবে পাশাপাশি অবস্থিত স্কুলের নতুন চারতলা ভবন থেকে প্রথমে ওই ভবনের ছাদে যাওয়া হয়।পরে স্কুল কর্তৃপক্ষ একজন পিওন পাঠিয়ে ছাদ খোলার ব্যবস্থা করে। স্কুলের সহকারী গ্রন্থাগারিক মনিরুজ্জামান টিয়া বলেন,গত ১০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শেষ হবার পর স্কুল বন্ধ রয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এস.এম নুরুল কাদির সৈকত বলেন, কে বা কারা, কখন ও কি উদ্দেশ্যে স্কুলের ছাদে ককটেল রেখেছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি বলেন, সাম্প্রতিক শহরে ককটেল উদ্ধারের আরও দুটি ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আ্ইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ককটেল উদ্ধারের প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তাওে কাজ করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা নিয়মিত ঘটছে। এটি শক্ত হাতে দমন করা হবে। এ নিয়ে অনান্য আইন প্রয়োগকারী বাহিনীর সাথে বসা হবে। উল্লেখ্য বিগত সংসদ নির্বাচনের কয়েকদিন আগে জেলা নির্বাচন অফিসের বাউন্ডারি ওয়ালে টাউন হাইস্কুলে, আদালত চত্বরে, অফিসাসূ ক্লাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসবব ঘটনায় মামলা হয় ও কয়েকজন গ্রেপ্তার হয়।