চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার মৃত গোলাম রাব্বানীর ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত ১০টায় শহরের আজাইপুর-আরমবাগ মহল্লায় জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শহরের প্রিয়মুখ তরুন সংগঠক গোলাম রশিদের মৃত্যুর খবর চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মকান্ডে জড়িত গোলাম রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।