চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হিন্দু সম্প্রদায়। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে প্রণব কুমার পালের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পলাশ দাস। আরও বক্তব্য দেন শ্যাম কিশোর দাস গোস্বামী, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় সদস্য ডা. তড়িৎ সাহা, পরিষদ জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক নিবাস কর্মকার, সদস্য হিংগু মুর্মু, বিধান ভট্টাচার্য, নাচোল পুজা উদযাপন পরিষদ সভাপতি সুধেন বর্মণ, আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কি, আদিবাসী একাডেমি সভাপতি বিধান সিং, শিবগঞ্জ পুজা উদযাপন সভাপতি কুনাল মুখার্জী, গোমস্তাপুর পুজা উযাপন পরিষদ সভাপতি শচিন বর্মনসহ অন্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, সরকার পরিবর্তনজনিত পরিস্থিতিতে সারাদেশে মন্দির ভাংচুর, হিন্দুদের উপর হামলা, চাঁদাবজি, লুটপাটের মত ঘটনা ঘটেছে। তারা এসব ঘটনার প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।